৬নং সান্দিকোনাইউ আই এস সিতে কিছুগুরুত্বপূর্ণ জিনিসছিলনা যেমনঃ ফটোকপিয়ার মেশিন, কালার প্রিন্টার, এসব আজ (২১/০৬/২০১২ ই) ইউআইএসসিতে চেয়ারম্যান সাহেব নিজে কিনে এনেছেন। আজ থেকে ৬নং সান্দিকোনা ইউআইএসসির মানুষের জীবনধারা পালটে যাবে। এলাকার মানুষের স্বপ্ন পূরন হয়েছে। সবচেয়ে উন্নতমানের ফটোকপিয়ার মেশিন দিয়ে এলাকার মানুষকে সেবা প্রদান করা হবে, তাও আবার কম মূল্যে অর্থ্যাৎ বাজারে যত তার চেয়ে অনেক কম।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS